পাঁচ দশকে প্রথমবার যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কমেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর দেশটিতে প্রায় ১৪ লাখ অভিবাসীর সংখ্যা হ্রাস পেয়েছে। প্রশাসনের কঠোর নীতি, অভিযান ও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই এ পতন ঘটেছে বলে জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসেই অভিবাসীর সংখ্যা ৫৩ দশমিক ৩ মিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৯ মিলিয়নে। ট্রাম্প প্রশাসন একে অভিবাসন নীতির বড় সাফল্য হিসেবে তুলে ধরছে।
মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রায় ১৬ লাখ অভিবাসনপ্রার্থী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে বৈধ কাগজপত্রহীন অন্তত সাড়ে ৩ লাখ মানুষকে গ্রেফতার ও কাছাকাছি সংখ্যক মানুষকে বহিষ্কার করা হয়েছে।
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে প্রতি মাসে পাঁচ হাজারেরও কম মানুষ দেশটিতে প্রবেশ করছে, যা পূর্ববর্তী প্রশাসনের সময়ের তুলনায় অনেক কম। পাশাপাশি আশ্রয়প্রার্থী, বিদেশি শিক্ষার্থী ও ভিসাধারীদের জন্যও নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে।
যদিও অভিবাসীর সংখ্যা হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে এখনও মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ অভিবাসী। এছাড়া মার্কিন শ্রমশক্তির প্রায় ২০ ভাগই জন্মগ্রহণ করেছেন অন্য দেশে।
ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিতে পাঁচ দশকে প্রথমবার যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা হ্রাস
- আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৮:১৬:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১২:৪৭:১৪ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ