জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, তিনি ছাত্র-জনতার আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে সাভারের ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাকে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে সাভার মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের বরাতে বলা হয়েছে, মাহমুদুর রহমান জনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং সেই রাতেই তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, মাহমুদুর রহমান জনিকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নৈতিক স্খলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে চাকরিচ্যুত করে। শিক্ষক থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান জনি গ্রেফতার
- আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৮:২২:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০১:৪৬ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ