ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর। তিনি জানান, গুলি কানের ডান পাশ দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে, ফলে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিজি এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচারের পর পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে আনার সময় তাঁর গ্লাসগো কোমা স্কোর (GCS) ছিল সর্বনিম্ন পর্যায়ে—৩, যা ৩ থেকে ১৫ স্কেলের সবচেয়ে সংকটজনক অবস্থা।
ডিজি আবু জাফর বলেন, বুলেট ইনজুরিতে সাধারণত প্রবেশমুখ ছোট হলেও বের হওয়ার স্থানে বড় ক্ষত তৈরি হয়, হাদির ক্ষেত্রেও তাই হয়েছে। গুলিতে মস্তিষ্কের ভেতর মারাত্মক আঘাত লাগে এবং দ্রুত ফুলে যায়, যা চাপ বাড়িয়ে প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। এ কারণে নিউরোসার্জনদের দল—ডা. জাহিদ রায়হান ও তাঁর টিম—মস্তিষ্কের চাপ নিয়ন্ত্রণে রাখতে খুলির বড় একটি অংশ খুলে দেন।
তিনি আরও জানান, নাক ও গলা দিয়ে রক্তক্ষরণের সমস্যা থাকলেও সংশ্লিষ্ট চিকিৎসকরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সরকারের সিদ্ধান্ত ছিল তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করার, তবে পরিবারের অনুরোধে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক: গুলি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়েছে—স্বাস্থ্যের ডিজি
- আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:৪৫:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:৪৬:৫৫ অপরাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট