পিবিআই এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোরবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, নিহত ৫ বছর বয়সী শিশু তার পাশের বাসার প্রতিবেশী ছিল। ওই শিশুর মা কর্মস্থলে থাকার সুযোগে এবং ভবনের অন্য বাসিন্দারা অনুপস্থিত থাকায় আসামি অপরাধ সংঘটন করে। পরে ঘটনাস্থলের আলামত নষ্ট করার চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিকের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ডেস্ক রিপোর্ট