চান্দগাঁওয়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১১:৫৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১১:৫৪:৩৫ অপরাহ্ন
নগরের চান্দগাঁওয়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রাসেল হোসেন শেখ (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রাসেল খুলনার রূপসা থানার চাঁদপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। থাকেন নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার মোরশেদ কলোনিতে।
 
পিবিআই এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোরবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, নিহত ৫ বছর বয়সী শিশু তার পাশের বাসার প্রতিবেশী ছিল। ওই শিশুর মা কর্মস্থলে থাকার সুযোগে এবং ভবনের অন্য বাসিন্দারা অনুপস্থিত থাকায় আসামি অপরাধ সংঘটন করে। পরে ঘটনাস্থলের আলামত নষ্ট করার চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
 
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিকের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]