ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড নিজেকেই ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

সংযোগ চালু থাকলেও কাগজে 'বিচ্ছিন্ন': সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের বিরুদ্ধে হয়রানি ও অতিরিক্ত ফি দাবির অভিযোগ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০১:০২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০১:০২:৩২ পূর্বাহ্ন
সংযোগ চালু থাকলেও কাগজে 'বিচ্ছিন্ন': সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের বিরুদ্ধে হয়রানি ও অতিরিক্ত ফি দাবির অভিযোগ ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বিরুদ্ধে গ্রাহকদের হয়রানি এবং অন্যায়ভাবে 'পুনঃ সংযোগ ফি' দাবির গুরুতর অভিযোগ উঠেছে। মিটার সচল থাকা এবং নিয়মিত বাতি জ্বলা সত্ত্বেও, অফিসিয়ালিভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখিয়ে গ্রাহকের কাছে এই ফি চাওয়া হচ্ছে। এমন ঘটনার শিকার হয়েছেন সুন্দরগঞ্জ পৌরসভার বামনজলের দরিদ্র গ্রাহক মো. দুলা মিয়া। গত ২ জুন বকেয়া বিল পরিশোধ করার পরেও, পরবর্তীতে বিল না পাওয়ায় তিনি অফিসে গেলে তাকে জানানো হয় যে, গত ১৫ মে তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং পুনঃ সংযোগের জন্য ৮২৮ টাকা দাবি করা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই শুধু কাগজ-কলমে বিচ্ছিন্ন দেখিয়ে নিরীহ গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের এই প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য গ্রাহকরা।

দরিদ্র গ্রাহক মো. দুলা মিয়া গত ২ জুন বিলম্ব মাশুলসহ চার মাসের বকেয়া বিল পরিশোধ করেন। এরপর জুন ও জুলাই মাসের কোনো বিল না আসায় তিনি দুশ্চিন্তায় পড়েন। বাধ্য হয়ে গত ১৭ আগস্ট তিনি সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে যান। সেখানে তিনি প্রধান কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে বাধার সম্মুখীন হন এবং তাকে বিলিং শাখার একজন নারী কর্মীর কাছে পাঠানো হয়। সেই কর্মী তাকে সরাসরি জানিয়ে দেন যে, তার সংযোগটি গত ১৫ মে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এটি পুনঃ সংযোগ করতে তাকে ৮২৮ টাকা জমা দিতে হবে।
নিজের মিটার সচল থাকা সত্ত্বেও কেন সংযোগ বিচ্ছিন্ন দেখানো হলো, দুলা মিয়া তা জানতে চান। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে এবং তিনি অফিস প্রধানের কক্ষে যেতে চাইলে, তাকে পুনঃ সংযোগ ফি না নিয়ে শুধুমাত্র বিলম্ব মাশুলসহ ১৫৩ টাকার জুন মাসের বিল ধরিয়ে দেওয়া হয়। তিনি সেই বিল পরিশোধ করে বাড়ি ফেরেন। কিন্তু এরপরও জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত কোনো বিলের কাগজ তিনি পাননি।
 
গত মঙ্গলবার (২ ডিসেম্বর) অফিসের তিন কর্মচারী তার মিটারটি খুলতে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। উপস্থিত অন্যান্য গ্রাহকরা অবিলম্বে এই 'কাগজে-কলমে বিচ্ছিন্ন' দেখানোর মাধ্যমে গ্রাহক হয়রানির তীব্র প্রতিবাদ জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কারো লাইন কাটার সময় এলাকার অনেক মানুষ উপস্থিত থাকেন, কিন্তু দুলা মিয়ার লাইন তো কখনো কাটা হয়নি। তারা আরও অভিযোগ করেন যে, কোনো সমস্যা নিয়ে অফিসে গেলে নারী কর্মীরা প্রায়শই গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করেন।
দুলা মিয়া জানান, বিদ্যুৎ সংযোগ সচল থাকা সত্ত্বেও তাকে ৮২৮ টাকা জমা দিতে বলা হয়, যা শুনে তিনি হতবাক হয়ে যান। তার অভিযোগ, 'ওয়্যারিং পরিদর্শক নেয়ামুল' নামের এক কর্মকর্তা অফিসে বসে সংযোগ বিচ্ছিন্ন না করেই মিথ্যা রিপোর্ট দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, নিরীহ গ্রাহকদের হয়রানির মুখে ফেলে ওই কর্মকর্তা ইতোমধ্যে অন্যত্র বদলি হয়েছেন।
 
সরেজমিনে দেখা যায়, দুলা মিয়ার ঘরের মিটারটি সচল রয়েছে এবং বাড়িতে আলো জ্বলছে। মিটারের বর্তমান কিলোওয়াট ঘণ্টা (KWH) ৭৫৬, যা গত ৬ জুন পর্যন্ত ছিল ৬৩০। এই তথ্যগুলোই প্রমাণ করে যে সংযোগ কখনোই বিচ্ছিন্ন হয়নি।
 
এ বিষয়ে সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান মিজান প্রথমে নানা অজুহাত দেখানোর চেষ্টা করলেও, মিটারের সচল অবস্থা, রিডিং এবং বিলের কপি দেখানো হলে তিনি গ্রাহকের কাছ থেকে স্বাক্ষর নিয়ে দ্রুত দুই-এক দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এই ঘটনা পল্লী বিদ্যুৎ অফিসের অভ্যন্তরে গ্রাহক সেবার মান এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস