টানা ব্যর্থতায় আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ফেরার ম্যাচে দারুণ জয় এনে দিয়ে সুখবরই দিল টাইগাররা। শনিবারের ১৬ রানের জয়ে র্যাংকিংয়ে এক ধাপ ওপরে উঠে গেছে মেহেদী হাসান মিরাজের দল। আবারও নবম স্থানে ফিরেছে বাংলাদেশ।
মে মাসে আইসিসি এক বছরের পারফরম্যান্সকে ১০০% এবং আগের দুই বছরের ফলাফলের ৫০% বিবেচনায় র্যাংকিং হালনাগাদ করে। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬, যা তাদের ১০ নম্বরে নামিয়ে দেয়। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে এবার সেই রেটিংয়ে যুক্ত হয়েছে আরও ২ পয়েন্ট, যা নবম স্থানে ফিরে আসতে সাহায্য করেছে।
অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা নেমে গেছে পাঁচ নম্বরে। একইসঙ্গে ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে এখনো রয়েছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।