লিভার মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি, যা রক্ত পরিশোধন থেকে শুরু করে হজম ও শক্তি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত ওষুধ সেবন, অ্যালকোহল গ্রহণ কিংবা বিভিন্ন সংক্রমণের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। সময়মতো লক্ষণ বোঝা না গেলে জটিলতা বাড়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের মতে, লিভার ড্যামেজের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে ঘনঘন ক্লান্তি, ক্ষুধামন্দা, বমিভাব, ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস), পেটে ব্যথা বা ফুলে যাওয়া এবং গা চুলকানো। কিছু ক্ষেত্রে প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়াও লিভারের সমস্যার ইঙ্গিত দিতে পারে। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
লিভার সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্তপানি পান, প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং অ্যালকোহল পরিহার করার পরামর্শ দেন চিকিৎসকরা। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ ব্যবহার না করা, হেপাটাইটিস প্রতিরোধে প্রয়োজনীয় টিকা গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও লিভার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনই লিভার ড্যামেজের ঝুঁকি কমিয়ে দীর্ঘমেয়াদে সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে পারে।
ডেস্ক রিপোর্ট