রাজধানীর বনানীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনসহ কয়েকজন মিলে হোটেলে ভাঙচুর ও লুটপাট চালান।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ভিআইপি কক্ষ না পেয়ে মনির হোসেন ক্ষুব্ধ হন। পরে অনুসারীদের নিয়ে এসে হোটেলের আসবাবপত্র, সিসিটিভি, ল্যাপটপ ভাঙচুর করেন এবং নগদ টাকা ও মদ লুট করেন।
এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করেছে। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর যুবদল মনির হোসেনকে বহিষ্কার করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।