ওয়ালটনের প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক জানান, মালদ্বীপে বাজারজাতকরণের জন্য ইউটিলিটি রেগুলেটরি অথরিটির অনুমতি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশটিতে নিযুক্ত ওয়ালটনের স্থানীয় পরিবেশক রানফাউন প্রাইভেট লিমিটেড কর্তৃক আবেদনের পর আন্তর্জাতিক মানদণ্ড পরীক্ষা-নিরীক্ষা করে অনুমতি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে ওয়ালটন ক্যাবলসের দুইটি শিপমেন্ট মালদ্বীপে পাঠানো হয়েছে এবং আরও কয়েকটি পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।
চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ বলেন, মালদ্বীপের ক্যাবলস বাজার প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের এবং প্রতি বছর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। নিরাপদ ও উন্নতমানের ক্যাবলস সরবরাহের মাধ্যমে ওয়ালটন সেখানে দ্রুত শক্তিশালী অবস্থান গড়তে সক্ষম হবে। সংস্থাটি দেশীয় হাউজহোল্ড, ইন্ডাস্ট্রিয়াল, কমিউনিকেশন এবং টেইলরমেড ক্যাবলস উৎপাদন ও বাজারজাত করছে।
ওয়ালটনের লক্ষ্য হলো বিশ্বসেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশকে উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব হাই-টেক পণ্যের উৎপাদন হাবে রূপান্তরিত করা। মালদ্বীপের পর আগামী সময়ে আরও চারটি দেশে ক্যাবলস রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের রপ্তানিও পর্যায়ক্রমে শুরু হবে।
ডেস্ক রিপোর্ট