পহেলগাঁও-কাণ্ডের জেরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন ক্রিকেটেও ছায়া ফেলেছে। এতে করে ২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজন নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে সেই অচলাবস্থার অবসান হতে চলেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হতে পারে আগামী ৫ সেপ্টেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। আয়োজক দেশ হিসেবে দায়িত্বে থাকছে ভারত, তবে সমগ্র টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (UAE)।
সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ— ভারত বনাম পাকিস্তান— হতে পারে ৭ সেপ্টেম্বর। এই ম্যাচ নিয়ে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
টুর্নামেন্ট কাঠামো:
-
গ্রুপপর্ব শেষে শীর্ষ দলগুলো উঠবে সুপার ফোরে।
-
সুপার ফোরের সেরা দুটি দল খেলবে ফাইনাল।
এই কাঠামোর ফলে, ভারত-পাকিস্তান দুইবার মুখোমুখি হতে পারে এবারের এশিয়া কাপে— একবার গ্রুপপর্বে, আবার সুপার ফোরে।
আগামী মাসেই এই সূচি চূড়ান্তভাবে ঘোষণা করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। ক্রিকেট কূটনীতির এই গুরুত্বপূর্ণ ধাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।