আব্রাহাম চুক্তি ইস্যুতে পাকিস্তানের সৌদি আরব ও তুরস্কের অবস্থানকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ বাজার শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার (২ জুলাই) সামা টিভির ‘নাদিম মালিক লাইভ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রানা সানাউল্লাহ বলেন, “পাকিস্তানের উচিত মুসলিম বিশ্বের সঙ্গে একত্রে অবস্থান নেওয়া, বিশেষ করে বৃহত্তর মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন-সম্পর্কিত বিষয়ে।” তিনি আরও বলেন, “শান্তি প্রতিষ্ঠা ও রক্তপাত বন্ধ হওয়া জরুরি। ফিলিস্তিনে যে নৃশংসতা চলছে, তা দুঃখজনক।”
তিনি আরও বলেন, ইরানের বর্তমান কৌশলগত অবস্থান এক মাস আগের তুলনায় ভিন্ন। তবে তিনি বিশ্বাস করেন, ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ কৌশলই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।
এ সময় অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আলি আমিন গান্দাপুরকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হলে তা হবে পিটিআই নেতৃত্বের নিজস্ব সিদ্ধান্ত। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ বা হুমকি নেই।”
এর আগে সোমবার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “আব্রাহাম চুক্তি নিয়ে যদি পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়, তবে ইসলামাবাদ তার জাতীয় স্বার্থের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।”