বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, দেশের প্রধান সমস্যা এখন মিথ্যা তথ্য ও গুজব। এটি অনেকাংশে প্রবাসে অবস্থানরত কিছু ব্যক্তি এবং কিছু স্থানীয় উৎস থেকে ছড়ানো হচ্ছে, যা অব্যাহত বোমাবর্ষণের মতো পরিস্থিতি তৈরি করছে। শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, প্রচলিত গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্যের উৎস হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাতিসংঘকে কেবল সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও সমন্বয় করে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি বিধিসম্মত স্বাধীনতার মধ্যে থেকে মিথ্যা তথ্য ছড়ানো গণমাধ্যমগুলোকে বিশ্বাসযোগ্যতা হারানোর বিষয়ে সতর্ক করার পরামর্শ দেন।
ইউনেস্কো প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিতব্য গণমাধ্যম পরিস্থিতি মূল্যায়ন প্রতিবেদনে স্বনিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ থাকবে। প্রতিবেদনে সাংবাদিকদের কাজের পরিবেশ, নারী সাংবাদিকদের নিরাপত্তা এবং প্রশিক্ষণসহ নানা বিষয়ে সুপারিশ করা হবে।
উল্লেখ্য, ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুতকৃত ‘বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি মূল্যায়ন: স্বাধীন, নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে’ প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশিত হবে।