ঢাকা , বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বনিম্নে, কমেছে রুপা ও প্লাটিনামের দামও ৫ নভেম্বর আকাশে ‘বিভার সুপারমুন’: বছরের সবচেয়ে উজ্জ্বল চাঁদ দেখার সুযোগ! নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে ‘মিড-ডে মিল’ কর্মসূচি দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ঘোষণা পাঁচ বছর পর আবারও আকাশ পথে যুক্ত চীন–ভারত, শুরু সরাসরি ফ্লাইট নিউইয়র্কে মুসলিম প্রার্থী মামদানির ঝড়, ক্ষুব্ধ ইহুদি ধর্মগুরুরা সাভারের সিটি বিশ্ববিদ্যালয় এবং ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দুই শতাধিক মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ে হাইকোর্টে রিট ১ নভেম্বর থেকে আট মাস জাটকা ধরায় নিষেধাজ্ঞা জেলা ঘোষণার দাবিতে ভৈরবে রেল অবরোধ, পাথর নিক্ষেপে আহত যাত্রী নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার বিধিমালায় নেই ‘শাপলা’, এনসিপিকে প্রতীক দিচ্ছে না ইসি শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো চায় সরকারি কলেজ শিক্ষক সমিতি পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকের ওপর ইসরায়েলি হামলা, ভিডিও ভাইরাল ট্রাম্পের আক্রমণের লক্ষ্য নতুন কোনো দেশ? পাঁচ বছরে চিহ্নিত ৩১৪ উপজেলা সড়ক দুর্ঘটনাপ্রবণ: রোড সেফটি ফাউন্ডেশন শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন: তদন্তে যুক্ত হচ্ছে চার দেশের বিশেষজ্ঞ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭,৯১৭ প্রার্থী যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার জিটুজি পদ্ধতিতে গম আমদানি শুরু করল বাংলাদেশ

হাসিনার আমলে ৭০ সাংবাদিক নিহত ও ২ সহস্রাধিক সাংবাদিক আহত : আব্দুল হাই

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:৪৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:৪৪:৪১ পূর্বাহ্ন
হাসিনার আমলে ৭০ সাংবাদিক নিহত ও ২ সহস্রাধিক সাংবাদিক আহত : আব্দুল হাই

বিশিষ্ট নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সময় দেশে সাংবাদিকদের ওপর মারাত্মক নির্যাতন হয়েছে। তাঁর দাবিতে, এ সময় প্রায় ৭০ জন সাংবাদিক হত্যা হয়েছেন এবং দুই হাজারের বেশি সাংবাদিক হামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এমনকি সিনিয়র সাংবাদিক আবুল আসাদকেও তাঁর অফিসে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
 

মঙ্গলবার (২৮ অক্টোবর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘চব্বিশের অভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
 

বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা মানবতার গুরুত্বপূর্ণ পেশা, যেখানে সততা, জ্ঞান ও বিবেকের সঠিক প্রয়োগ জরুরি। তিনি উল্লেখ করেন, সাংবাদিকের দায়িত্ব হলো সত্য প্রকাশ করা—সাদা কে সাদা, কালো কে কালো বলা। তিনি আরও জানান, “জিয়াউর রহমানের উপদেষ্টা আকবর কবির একবার সাংবাদিক সমাজকে বিবেকবর্জিত ও ক্রয়যোগ্য বলেছেন, কিন্তু আমি বলব, সাংবাদিকেরা জাতির দর্পণ।”
 

খালেদা জিয়ার কারাবন্দিত্ব প্রসঙ্গে তিনি বলেন, “মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে, আমাকেও চারটি মামলায় অভিযুক্ত করা হয়েছে—প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ও রাষ্ট্রদ্রোহিতাসহ নানা অভিযোগে। অথচ আমি একজন মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধাই জানে কীভাবে ন্যায়বিচার করতে হয়।”
 

তিনি আরও বলেন, “সংবাদ মানুষের চিন্তার প্রতিফলন, পত্রিকা সমাজের আয়না। দুঃখজনকভাবে বাংলাদেশে এই সমাজের চতুর্থ স্তম্ভটি আজ অবমানিত। শাসক শ্রেণি সংবাদকে ভয় পায়, কারণ সত্য সংবাদই তাদের জবাবদিহিতে বাধ্য করে।”
 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। প্রধান আলোচক ছিলেন কবি আবদুল হাই শিকদার, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। আলোচনায় অংশ নেন যুগান্তরের সহসম্পাদক এমদাদুল হক এবং ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ শিক্ষাবর্ষে স্কুল ভর্তি পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা, আজ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

২০২৬ শিক্ষাবর্ষে স্কুল ভর্তি পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা, আজ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত