সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত বরিশালে—১৪৯ জন।
এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি বাদে) ৬১ জন, চট্টগ্রামে ৫৭ জন, রাজশাহীতে ৫৪ জন, খুলনায় ২১ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯৬ জন।
২০২৪ সালে মোট আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।
আর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।