তুরস্ক ও যুক্তরাষ্ট্র পারমাণবিক জ্বালানি খাতে অংশীদারিত্ব জোরদার করতে একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসালান বাইরাকতার জানিয়েছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের হোয়াইট হাউস সফরের অংশ হিসেবে এই উদ্যোগ শুরু হয়েছে। এর মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর হবে।
বাইরাকতার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় দুই দেশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও আশা প্রকাশ করেন, এই চুক্তির আওতায় হাতে নেওয়া কার্যক্রম ভবিষ্যতে দুই দেশের জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে।