যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য নির্দিষ্ট ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে। ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ জানান, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পর্যালোচনার পর নির্দিষ্ট কিছু ক্লাউড স্টোরেজ ও এআই সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করা হয়েছে।
এই পদক্ষেপের পেছনে রয়েছে দ্য গার্ডিয়ান–এর ৬ আগস্ট প্রকাশিত প্রতিবেদন। সেখানে দাবি করা হয়, ইসরাইলি সেনারা গাজা ও পশ্চিম তীরে লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
স্মিথ বলেন, প্রতিষ্ঠানটির নীতি অনুযায়ী, মাইক্রোসফট কোনোভাবেই বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারি চালানোর প্রযুক্তি সরবরাহ করে না। পাশাপাশি গ্রাহকের গোপনীয়তা রক্ষা তাদের মৌলিক দায়িত্ব।
অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ মেলায় মাইক্রোসফট জানায়, নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহার হচ্ছিল। এ কারণেই আইএমওডি–এর জন্য নির্দিষ্ট সেবা স্থগিত করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের সাইবার নিরাপত্তা সহযোগিতা ও আব্রাহাম চুক্তির আওতায় চলমান কার্যক্রমকে প্রভাবিত করবে না বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি।
স্মিথ আরও জানান, এ বিষয়ে পর্যালোচনা চলমান আছে এবং আগামী দিনে আরও বিস্তারিত জানানো হবে।