জাতিসংঘের কার্যকারিতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক সংস্থাটি শুধু ধারাবাহিক বিবৃতি দিলেও বাস্তবে কার্যকর উদ্যোগ নিতে পারছে না। বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বের দ্বিতীয় দিনের শুরুতে দেওয়া ভাষণে জেলেনস্কি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যারা দশকের পর দশক যুদ্ধের মধ্যে বেঁচে আছে তারা জাতিসংঘ বা বৈশ্বিক ব্যবস্থার কাছ থেকে কী আশা করতে পারে? কেবল বিবৃতি আর বিবৃতি।’ ভাষণে তিনি গাজা, সিরিয়া ও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের উদাহরণ টেনে বলেন, এসব সংঘাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে পর্যাপ্ত সমর্থন পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জাতিসংঘের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সংস্থাটি যুদ্ধ থামাতে না পেরে কেবল শক্তিশালী বিবৃতি দিয়ে যাচ্ছে, অথচ যুদ্ধ বন্ধে আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল।