প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে হামলার ঘটনার দিন সকাল ৮টায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন। এর মাত্র ৫১ মিনিট পর, অর্থাৎ সকাল ৮টা ৫১ মিনিটে কাতারে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও ট্রাম্প দাবি করেছিলেন যে হামলার সময় তাকে জানানো হয়েছিল, ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য ভিন্ন। তাদের মতে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগেই ট্রাম্প হামলার বিষয়ে অবগত ছিলেন। চাইলে তিনি এই হামলা ঠেকাতে পারতেন, কিন্তু বাস্তবে তিনি কোনো পদক্ষেপ নেননি। এই ঘটনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যেকার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
কাতারে হামলা: ট্রাম্পকে কি আগেই জানিয়েছিল ইসরায়েল?
- আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৪:০৫:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৪:০৫:৫৬ অপরাহ্ন

কাতারে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানানো হয়েছিল। হোয়াইট হাউস হামলার বিষয়ে যে সময়ের কথা স্বীকার করেছে, ইসরায়েল তারও আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি Axios-এর এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ