“ডোমেস্টিক নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডেভেলপমেন্ট কল” শিরোনামে তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় দেশটির বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং স্থানীয় শিল্প খাতকে নতুন প্রজন্মের রিঅ্যাক্টর নকশার প্রস্তাব জমা দিতে আহ্বান জানানো হয়েছে।
প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্মল মডুলার রিঅ্যাক্টর (SMRs) প্রযুক্তি উন্নয়নে। তুরস্ক মনে করছে, এসব রিঅ্যাক্টর কেবল টেকসই বিদ্যুৎ উৎপাদনেই সহায়ক হবে না, বরং ২০৫৩ সালের মধ্যে ঘোষিত নেট-জিরো কার্বন নির্গমন লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।