এই প্রতীকী পদক্ষেপটি এমন সময়ে এলো যখন জেরুজালেমের ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা নিয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব বিদ্যমান। আন্তর্জাতিক মহলের অনেক দেশ জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিষয়টি নতুন করে মুসলিম বিশ্বে উদ্বেগ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেরুজালেম ইসরায়েলের স্থায়ী দখলে থাকবে: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘোষণা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ ঘোষণায় জানিয়েছেন, জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণেই স্থায়ীভাবে থাকবে। গতকাল তারা আল-আকসা মসজিদের নিচে প্রতীকী একটি সুড়ঙ্গ খনন কার্যক্রমে অংশ নেন। ইসরায়েলি পক্ষ দাবি করছে, উক্ত স্থান একসময় তাদের প্রাচীন মন্দিরের অবস্থান ছিল।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ