আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রকার অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন হবে—এ বিষয়ে তাদের আস্থা রয়েছে। তিনি আরও জানান, খুব শিগগিরই দলটি প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করবে এবং এতে ব্যক্তিগত সততা, জনগ্রহণযোগ্যতা ও অতীত সময়ে রাজপথে ভূমিকা প্রাধান্য পাবে।
বর্তমানে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু নির্বাচনের সময়সূচি, সংবিধান ও সংস্কার ইস্যু। প্রধান উপদেষ্টার ঘোষণা সত্ত্বেও ভোটের তারিখ নিয়ে নানা জল্পনা চলছে; রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও বাকযুদ্ধও অব্যাহত রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা সরকারের ঘোষিত সময়সীমার প্রতিই আস্থা রাখছে এবং নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র ও সুশাসনের প্রক্রিয়া ক্ষতিগ্রস্থ হতে পারে বলে মনে করছে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে প্রশ্নে মির্জা ফখরুলের অবস্থান দৃঢ়—তিনি বলেন, সংবিধান পরিবর্তনের দাবি বিএনপি কখনোই মেনে নেবে না। তবে প্রয়োজনে সংশোধন হতে পারে, কিন্তু তা অবশ্যই নির্বাচিত সংসদের মাধ্যমে হতে হবে।