ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি স্কুলে ভর্তি আবারও লটারি, ৬৩% কোটা ঘিরে বাড়ছে বিতর্ক আবাসিক গ্যাস সংযোগ বন্ধের ঘোষণা, কমবে এলপিজির দাম: উপদেষ্টা ফাওজুল করিম বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের আলটিমেটাম: ৪৮ ঘণ্টায় ব্যবস্থা না হলে রোববার থেকে কলমবিরতি রাশিয়ার বছরে ১.২ লাখ গ্লাইড বোমা তৈরির পরিকল্পনা, বাড়ছে ইউক্রেনের নিরাপত্তা ঝুঁকি স্টকহোমে বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনিতে ঢুকে প্রাণহানি জাতীয় নির্বাচনের দিনে চার প্রশ্নে গণভোট: জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তুতি তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, রাজধানীতে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্যে ঢাকার উদ্বেগ পল্লবীতে ভিডিও প্রদর্শনী চলাকালে দুই বিস্ফোরণ, পুলিশ বলছে ‘পটকা’ ফেনীর মহিপালে সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ভেনেজুয়েলা বলল — যুক্তরাষ্ট্রের কোনো হামলা সামলাতে তাদের সেনাবাহিনী প্রস্তুত বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন, তদন্তে পুলিশ নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন সেন্টমার্টিনের কাছে দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিল আরাকান আর্মি ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের আন্তর্জাতিক নিরাপত্তা স্বীকৃতি ধরে রাখল এয়ার এ্যাস্ট্রা, ২০২৭ পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ পাঁচজন গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী রনি পলাতক ত্রুটিপূর্ণ বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিনসহ তিনজনের জামিন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা

জাতিসংঘের জেনেভা বৈঠক প্লাস্টিক চুক্তি ছাড়াই শেষ হলো

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৬:৫৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৬:৫৫:৩২ পূর্বাহ্ন
জাতিসংঘের জেনেভা বৈঠক প্লাস্টিক চুক্তি ছাড়াই শেষ হলো প্রতীকী ছবি

জেনেভায় জাতিসংঘের সদর দফতরে প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামূলক একটি বৈশ্বিক চুক্তির লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী আলোচনা সমাপ্ত হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। শুক্রবার আলোচনার সমাপ্তি ঘোষণা করা হয়, তবে দেশগুলো প্লাস্টিক উৎপাদন সীমিত করা নাকি শুধু বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে চুক্তিকে সীমাবদ্ধ রাখা হবে—সে বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি।
 

আলোচনায় অংশ নেয় ১৮৫টি দেশের প্রতিনিধিরা। সূত্র জানায়, গত বৃহস্পতিবার নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরও সমঝোতা সম্ভব হয়নি। আলোচনার শেষ রাতে প্রতিনিধিরা জাতিসংঘের ‘পালেই দে ন্যাশন’ ভবনে একত্রিত হয়ে অচলাবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। নরওয়ের প্রতিনিধি স্বীকার করেন, তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। কিউবা হতাশা প্রকাশ করে জানায়, এই প্রক্রিয়ায় একটি ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলো, তবে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এখনো জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার।
 

৩৯টি ছোট দ্বীপরাষ্ট্রের পক্ষে পালাউও আলোচনার অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে। দেশটির প্রতিনিধিরা জানান, তারা বারবার সম্পদ ও জনশক্তি বিনিয়োগ করলেও জনগণ প্রত্যাশিত ফলাফল দেখছে না। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, কানাডা, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সমন্বয়ে গঠিত ‘হাই অ্যাম্বিশন কোয়ালিশন’ প্লাস্টিক উৎপাদন হ্রাস এবং বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধ করার প্রস্তাব রাখে। কিন্তু সৌদি আরব, কুয়েত, রাশিয়া, ইরান ও মালয়েশিয়া সমন্বিত ‘লাইক-মাইন্ডেড গ্রুপ’ চুক্তির পরিধি সীমিত রাখার দাবি জানায়। কুয়েত অভিযোগ করে, তাদের মতামত প্রতিফলিত হয়নি এবং স্পষ্ট পরিধি ছাড়া এই প্রক্রিয়া টেকসই হতে পারে না।
 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। এ বিপুল পরিমাণ বর্জ্যের মাত্র ১৫ শতাংশ পুনঃব্যবহারের জন্য সংগ্রহ করা হয় এবং মাত্র ৯ শতাংশ রিসাইকেল হয়। প্রায় ৪৬ শতাংশ ফেলা হয় ভাগাড়ে, ১৭ শতাংশ পুড়িয়ে ফেলা হয় এবং ২২ শতাংশ ভুল ব্যবস্থাপনার কারণে পরিবেশে ছড়িয়ে পড়ে। এ বাস্তবতাই বৈশ্বিক পর্যায়ে একটি কার্যকর চুক্তির জরুরি প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি স্কুলে ভর্তি আবারও লটারি, ৬৩% কোটা ঘিরে বাড়ছে বিতর্ক

সরকারি স্কুলে ভর্তি আবারও লটারি, ৬৩% কোটা ঘিরে বাড়ছে বিতর্ক