ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। সফরটি চূড়ান্ত হলে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, মূল সফরের উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ হলেও, ট্রাম্পের সঙ্গে আলোচনায় বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের চেষ্টা থাকতে পারে। এই খবর এমন সময় এলো যখন রাশিয়ান তেল আমদানি অব্যাহত রাখার কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, মোদির যুক্তরাষ্ট্র সফর কিংবা ট্রাম্পের সঙ্গে বৈঠক—কোনোটিই এখনও চূড়ান্ত হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ সেপ্টেম্বর শুরু হলেও রাষ্ট্র ও সরকারপ্রধানদের বার্ষিক বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর।
এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সুইজারল্যান্ড ও ভারতের মতো কয়েকটি বড় বাণিজ্য চুক্তি এখনও সম্পন্ন হয়নি। তবে রুশ তেলের মূল্য নিয়ে আলোচনায় নয়াদিল্লি তুলনামূলকভাবে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অক্টোবরের শেষ নাগাদ ট্রাম্প প্রশাসন এসব বাণিজ্য আলোচনা শেষ করতে পারবে, যদিও এটি একটি উচ্চাকাঙ্ক্ষী সময়সীমা।