ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়সূচি নিয়ে জামায়াতে ইসলামী কোনো আপত্তি জানায়নি বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তাবকে জামায়াত স্বাগত জানিয়েছে। তাহের বলেন, “ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।”