এক বছরে ৯ লাখ জনসংখ্যা কমেছে জাপানে
-
আপলোড সময় :
০৮-০৮-২০২৫ ০১:০০:৩২ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
০৮-০৮-২০২৫ ০১:০০:৩২ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত
২০২৪ সালে জাপানের জনসংখ্যা রেকর্ড হারে কমেছে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, গত বছর জাপানে ৯ লাখ ৮ হাজার ৫৭৪ জন কমে দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৬৫ লাখে। এতে মোট জনসংখ্যা হ্রাস পেয়েছে দশমিক ৭৫ শতাংশ, যা ১৯৬৮ সালে এই সংক্রান্ত পরিসংখ্যান চালুর পর সর্বোচ্চ হ্রাস।
টানা ১৬ বছর ধরে জাপানের জনসংখ্যা কমতে দেখা যাচ্ছে। নিম্ন জন্মহার এবং বার্ধক্যজনিত কারণে এই হ্রাস প্রবণতা গভীরতর হচ্ছে বলে মনে করছেন ডেমোগ্রাফি বিশ্লেষকরা। তাদের মতে, জনসংখ্যার এই নিম্নগামী ধারা জাপানের অর্থনীতি, কর্মসংস্থান ও সামাজিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই পরিস্থিতিকে ‘নীরব জরুরি অবস্থা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জন্মহার বাড়াতে নমনীয় কর্মঘণ্টা, মাতৃত্ব সুবিধা এবং বিনামূল্যে ডে কেয়ার সেবার মতো পরিবারবান্ধব নীতির প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (৬ আগস্ট) জাপানের আভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন তথ্যে দেখা গেছে, ২০২৪ সালে জাপানি নাগরিকদের সংখ্যা ৯০ লাখ ৮ হাজার ৫৭৪ জন কমেছে।
তথ্যে দেখা গেছে, গত বছর জাপানে ৬ লাখ ৮৬ হাজার ৬১টি শিশুর জন্ম রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা ১৮৯৯ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এটি সর্বনিম্ন সংখ্যা।
এই প্রেক্ষাপটে অভিবাসনবিরোধী মনোভাবও বেড়ে চলেছে। ‘জাপানিজ ফার্স্ট’ স্লোগানে অভিবাসনবিরোধী একটি নতুন রাজনৈতিক দলের উত্থান দেশজুড়ে উদ্বেগের জন্ম দিয়েছে। দলটির দাবি, বিদেশি বাসিন্দারা জাপানি নাগরিকদের তুলনায় বেশি কল্যাণ সুবিধা পাচ্ছেন।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
কমেন্ট বক্স