বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গত ৬ আগস্ট (বুধবার) ডোপ টেস্টটি সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব। তিনি বলেন, "আমরা ক্যানাবিস (Cannabis), যা গাঁজা জাতীয় মাদক হিসেবে পরিচিত, তা শনাক্ত করেছি।"
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। জানা গেছে, গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী সব ধাপ সফলভাবে শেষ করা প্রার্থীদের ডোপ টেস্ট করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান জানিয়েছেন, "শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী—সবার জন্য নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। কেউ পজিটিভ হলে তাকে কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না।"