ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনের দিনে চার প্রশ্নে গণভোট: জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তুতি তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, রাজধানীতে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্যে ঢাকার উদ্বেগ পল্লবীতে ভিডিও প্রদর্শনী চলাকালে দুই বিস্ফোরণ, পুলিশ বলছে ‘পটকা’ ফেনীর মহিপালে সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ভেনেজুয়েলা বলল — যুক্তরাষ্ট্রের কোনো হামলা সামলাতে তাদের সেনাবাহিনী প্রস্তুত বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন, তদন্তে পুলিশ নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন সেন্টমার্টিনের কাছে দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিল আরাকান আর্মি ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের আন্তর্জাতিক নিরাপত্তা স্বীকৃতি ধরে রাখল এয়ার এ্যাস্ট্রা, ২০২৭ পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ পাঁচজন গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী রনি পলাতক ত্রুটিপূর্ণ বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিনসহ তিনজনের জামিন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা ঢাকায় ককটেল হামলা: সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সরকারের কঠোর পদক্ষেপ ৭,১৫০ কোটি টাকায় একনেকে ১২টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দায়িত্বশীলতা জরুরি: কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইসিটি দক্ষতা বৃদ্ধি: এটুআই-এর সঙ্গে নতুন প্রশিক্ষণ উদ্যোগ শীতে অগ্নিকাণ্ড ঝুঁকি বাড়ায় দেশজুড়ে ফায়ার সার্ভিসের সচেতনতা অভিযান

আন্তর্জাতিক গবেষণা পুরস্কারে ভূষিত হলেন জাবি অধ্যাপক

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৭:২৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৭:২৫:২০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক গবেষণা পুরস্কারে ভূষিত হলেন জাবি অধ্যাপক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা পুরস্কার “নাগাও ওয়েটল্যান্ড ফান্ড ২০২৫” অর্জন করেছেন। তাঁর এই অসাধারণ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
 
অধ্যাপক নজরুল ইসলামের “Modeling Community-led Conservation Strategy Integrating Science-Policy Nexus for Reducing the Degradation of Tanguar Haor Wetland (Ramsar Site-1031) in Bangladesh” শীর্ষক গবেষণা প্রকল্পটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এবং সুইজারল্যান্ডের সেক্রেটারিয়াট অফ দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস (রামসার কনভেনশন, সিএইচ-১১৯৬ গ্ল্যান্ড, সুইজারল্যান্ড) কর্তৃক অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে।
 
এই প্রকল্পের লক্ষ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত অবক্ষয় রোধে বিজ্ঞান ও নীতিনির্ধারণের মধ্যে সংযোগ স্থাপন করে একটি টেকসই, জনগণ নির্ভর সংরক্ষণ কৌশল প্রণয়ন করা।
 
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর অভিনন্দন বার্তায় বলেন, “অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের এ পুরস্কার প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। অধ্যাপক ড. মো. নজরুল কর্তৃক এ পুরস্কার অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক গবষণা উৎকর্ষের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর এই মৌলিক গবেষণা বাংলাদেশ ও বৈশ্বিক জলবায়ু গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে।”
 
বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণে নিবেদিত নাগাও ওয়েটল্যান্ড ফান্ড প্রতি বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গবেষকদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োগযোগ্য গবেষণা প্রকল্পসমূহকে পুরস্কৃত করে থাকে। অধ্যাপক নজরুল ইসলামের প্রকল্পটি এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশগত সংকট মোকাবেলায় সম্প্রদায়ভিত্তিক টেকসই ব্যবস্থাপনার একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
 
উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট (সাইট নং. ১০৩১), যা জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জলাভূমি ইকোসিস্টেমের জন্য অনন্য। অধ্যাপক নজরুল ইসলামের এই গবেষণা টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের জীবিকা ব্যবস্থার উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।
 
এই আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মাধ্যমে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেই নয়, বরং বাংলাদেশের গবেষণা ও পরিবেশ সংরক্ষণ অঙ্গনকেও আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরেছেন।
 
 
সংবাদ প্রেরক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস