আন্তর্জাতিক গবেষণা পুরস্কারে ভূষিত হলেন জাবি অধ্যাপক

আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৭:২৫:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৭:২৫:২০ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা পুরস্কার “নাগাও ওয়েটল্যান্ড ফান্ড ২০২৫” অর্জন করেছেন। তাঁর এই অসাধারণ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
 
অধ্যাপক নজরুল ইসলামের “Modeling Community-led Conservation Strategy Integrating Science-Policy Nexus for Reducing the Degradation of Tanguar Haor Wetland (Ramsar Site-1031) in Bangladesh” শীর্ষক গবেষণা প্রকল্পটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এবং সুইজারল্যান্ডের সেক্রেটারিয়াট অফ দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস (রামসার কনভেনশন, সিএইচ-১১৯৬ গ্ল্যান্ড, সুইজারল্যান্ড) কর্তৃক অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে।
 
এই প্রকল্পের লক্ষ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত অবক্ষয় রোধে বিজ্ঞান ও নীতিনির্ধারণের মধ্যে সংযোগ স্থাপন করে একটি টেকসই, জনগণ নির্ভর সংরক্ষণ কৌশল প্রণয়ন করা।
 
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর অভিনন্দন বার্তায় বলেন, “অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের এ পুরস্কার প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। অধ্যাপক ড. মো. নজরুল কর্তৃক এ পুরস্কার অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক গবষণা উৎকর্ষের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর এই মৌলিক গবেষণা বাংলাদেশ ও বৈশ্বিক জলবায়ু গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে।”
 
বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণে নিবেদিত নাগাও ওয়েটল্যান্ড ফান্ড প্রতি বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গবেষকদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োগযোগ্য গবেষণা প্রকল্পসমূহকে পুরস্কৃত করে থাকে। অধ্যাপক নজরুল ইসলামের প্রকল্পটি এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশগত সংকট মোকাবেলায় সম্প্রদায়ভিত্তিক টেকসই ব্যবস্থাপনার একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
 
উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট (সাইট নং. ১০৩১), যা জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জলাভূমি ইকোসিস্টেমের জন্য অনন্য। অধ্যাপক নজরুল ইসলামের এই গবেষণা টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের জীবিকা ব্যবস্থার উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।
 
এই আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মাধ্যমে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেই নয়, বরং বাংলাদেশের গবেষণা ও পরিবেশ সংরক্ষণ অঙ্গনকেও আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরেছেন।
 
 
সংবাদ প্রেরক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]