মাছের প্রজনন মৌসুমে পহেলা মে থেকে পহেলা আগস্ট পর্যন্ত জেলা প্রশাসন ও মৌসুম উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তিন মাসের এ নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রাত থেকেই জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন।
১৯৬৫ সালে সরকার কাপ্তাই হ্রদকে মাছের প্রজনন কেন্দ্র হিসেবে ঘোষণা করে। বর্তমানে এ হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৬ হাজার জেলে পরিবার। আবহাওয়া অনুকূল থাকলে নিষেধাজ্ঞা শেষে রাতেই জেলেরা মাছ ধরায় নামবেন।