কাপ্তাই হ্রদে তিন মাস পর শুরু হচ্ছে মাছ ধরা

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৬:২৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৬:২৮:৩৯ অপরাহ্ন
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২ আগস্ট) মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হচ্ছে। হ্রদে মাছ শিকারে নামতে জেলেরা পুরোনো নৌকা ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। কাপ্তাই ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত আপস্টিম জেটি ঘাটে ইতোমধ্যেই কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
 
মাছের প্রজনন মৌসুমে পহেলা মে থেকে পহেলা আগস্ট পর্যন্ত জেলা প্রশাসন ও মৌসুম উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তিন মাসের এ নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রাত থেকেই জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন।
 
১৯৬৫ সালে সরকার কাপ্তাই হ্রদকে মাছের প্রজনন কেন্দ্র হিসেবে ঘোষণা করে। বর্তমানে এ হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৬ হাজার জেলে পরিবার। আবহাওয়া অনুকূল থাকলে নিষেধাজ্ঞা শেষে রাতেই জেলেরা মাছ ধরায় নামবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]