ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্য গার্ডিয়ান: ইসরায়েলই এখন পশ্চিম এশিয়ার প্রধান হুমকি ইয়েমেনি বাহিনী তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সুদানের আরএসএফ পেল ইউএই থেকে দূরপাল্লার ড্রোন মিসর ইসরায়েলের হামলার ষড়যন্ত্র ঠেকাল! লিথুয়ানিয়ায় ন্যাটোর বৃহৎ সামরিক মহড়া শুরু সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন প্রথমবার তাইওয়ান প্রণালীতে চীনের ‘ফুজিয়ান’ বিমানবাহী রণতরী পশ্চিম তীরে দখল প্রক্রিয়া নিয়ে ইসরায়েলে মার্কো রুবিও গুগলের এআই এখন বানাবে Shorts ভিডিও চীনের সহায়তা বন্ধ হলে ইউক্রেন যুদ্ধ থেমে যাবে: মার্কিন দূত সিরিয়ার প্রেসিডেন্টের দাবি: আসাদের পতনে হতবাক হয়েছিল ইসরায়েল লেবাননে স্টারলিঙ্ক: বদলে যেতে পারে ইন্টারনেটের ভবিষ্যৎ আসামে ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন অনুভূত হাসিনা আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার: ফিনান্সিয়াল টাইমস প্রামাণ্যচিত্রে বিস্ময়কর দাবি কেন সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী করলো নেপালের জেনজি? ইথিওপিয়া উদ্বোধন করল ‘গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ’, মিশর-সুদানের উদ্বেগ তীব্র ভারতের প্রধামন্ত্রী মোদি মণিপুরে যাওয়ার আগেই তার অভ্যর্থনার তোরণ ভাঙচুর ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে বুরকিনা ফাসোতে আফ্রিকার সব দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি আফ্রিকায় অর্থনৈতিক ক্ষতি: বছরে ৮৮ বিলিয়ন ডলার হারাচ্ছে মহাদেশ

এলডিসি পরবর্তী রপ্তানি প্রস্তুতি: সক্ষমতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি গঠন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০২:১৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০২:১৬:১৯ পূর্বাহ্ন
এলডিসি পরবর্তী রপ্তানি প্রস্তুতি: সক্ষমতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি গঠন
২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণ করতে যাচ্ছে। এ গুরুত্বপূর্ণ ধাপ সামনে রেখে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ বিভাগের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালার আওতায় রপ্তানিনির্ভর খাতে আগের মতো সরাসরি নগদ সহায়তা বা ভর্তুকি প্রদান আর সম্ভব হবে না। এই পরিবর্তনের ফলে দেশের রপ্তানি খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ফার্মাসিউটিক্যালস—এই চার সম্ভাবনাময় রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় সম্ভাব্য সহায়তার ধরণ নির্ধারণ, নির্ধারিত সুবিধাগুলো বাস্তবায়নে সময়সীমাসহ একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা তৈরি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা এবং প্রয়োজনে প্রাসঙ্গিকতা বিবেচনায় অতিরিক্ত সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া, কমিটির প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে অতিরিক্তভাবে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতাও থাকবে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুখ্য সচিব। সদস্য সচিবের দায়িত্বে থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, শিল্প, কৃষি, বস্ত্র ও পাট এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সভাপতি।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই কমিটির কার্যকর দিকনির্দেশনা ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে রপ্তানিনির্ভর খাতগুলো এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দোহায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা

দোহায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা