সেনাবাহিনী জানায়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসূচির আওতায় সেলাই মেশিন, ঘর নির্মাণের টিন, ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ, নিরাপদ পানির মেশিন এবং মাদ্রাসার জন্য চেয়ার-টেবিল সরবরাহ করা হয়েছে।
অনুষ্ঠানে সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান নিজ হাতে এসব উপকরণ শতাধিক উপকারভোগীর মাঝে বিতরণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জিথ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলী।
এ সময় মেজর পারভেজ রহমান বলেন, “বান্দরবানে আমাদের সকলের পরিচয়—আমরা বাংলাদেশি। এখানে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে আমরা একসঙ্গে কাজ করে যাবো। বাংলাদেশ সেনাবাহিনী সব ধর্ম, বর্ণ ও জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে এবং এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলবে।”