দুর্গম পাহাড়ে দরিদ্রদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৪:৪৭ অপরাহ্ন
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৩০ জুলাই) সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে এসব এলাকায় মানবিক সহায়তা বিতরণ করা হয়।
 
সেনাবাহিনী জানায়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসূচির আওতায় সেলাই মেশিন, ঘর নির্মাণের টিন, ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ, নিরাপদ পানির মেশিন এবং মাদ্রাসার জন্য চেয়ার-টেবিল সরবরাহ করা হয়েছে।
 
অনুষ্ঠানে সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান নিজ হাতে এসব উপকরণ শতাধিক উপকারভোগীর মাঝে বিতরণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জিথ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলী।
 
এ সময় মেজর পারভেজ রহমান বলেন, “বান্দরবানে আমাদের সকলের পরিচয়—আমরা বাংলাদেশি। এখানে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে আমরা একসঙ্গে কাজ করে যাবো। বাংলাদেশ সেনাবাহিনী সব ধর্ম, বর্ণ ও জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে এবং এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]