জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার তাসকিন আহমেদ তার এক বন্ধুকে মারধর করেছেন, এমন অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে- ক্রিকেটাররা কী করতে পারবেন, কী করতে পারবেন না, এই সংক্রান্ত একটি কর্মশালা আয়োজন করবে আগস্টে।
সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, ‘আমরা আগস্টে ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত কর্মশালা করানোর কথা ভাবছি। ক্রিকেটাররা কী করতে পারবে, কী করতে পারবে না সেটা তাদের মনে করিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে। তারা তো কেবল ক্রিকেটার না। তারা অনেক তরুণের আদর্শ। তাদের অনেকে অনুসরণ করেন। সুতরাং ভক্তদের কাছে তাদের জবাবদিহিতা থাকা উচিত।’
তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও বিসিবি এখনই কোন ব্যবস্থা নেবে না বলে জানিয়েছেন ইফতেখার। তার মতে, বিষয়টি পুলিশ তদন্ত করছে। এখনো তাসকিন দোষী প্রমাণিত হয়নি। এটা তাই এখন ক্রিকেট বোর্ডের কোন বিষয় নয়। তাসকিন দাবি করেছেন, তিনি দোষী নন। কারো গায়ে তিনি হাত দেননি। সুতরাং তদন্তের প্রতিবেদন আসুক আগে।
মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে গায়ে হাত তোলা ও হুমকি দেওয়ার অভিযোগ এনে সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি জিডি করেছেন। জানা গেছে, তিনি তাসকিনের শৈশবের বন্ধু। পুলিশ জানিয়েছে, মিরপুরের সনি সিনেমা হলের সামনে ডেকে অভিযোগকারীর মুখে ঘুষি মারা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে তাসকিন সমকালসহ একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।