ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, অলি পদত্যাগের পর অস্থিরতা জাতিসংঘে বিপুল ভোটে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের পক্ষে সমর্থন এআই চালিত ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া রাশিয়া-বেলারুশ মহড়ার জবাবে সীমান্তে পোল্যান্ডের ৪০ হাজার সেনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু তুরস্কে সিরিয়ান সেনা প্রশিক্ষণ, আলেপ্পো থেকে ধাপে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা দোহায় জরুরি আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার তুরস্কে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা বাতিল করেছিল ইসরায়েল ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক ইসরাইলপন্থী এক্টিভিস্ট কার্কের মৃত্যু: তারেক রহমানের অবস্থান নিয়ে সমালোচনা সিরিয়ার আকাশপথে বিমান চলাচল বেড়েছে ৩৭% ভারতের বিহারে শিক্ষক নিয়োগ আন্দোলন: পাটনা শহর বন্ধ, তরুণদের ক্ষোভ স্পেন ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ডাকসু জিএস পদে ফরহাদের জয় ডাকসু এজিএস পদে মহিউদ্দীন নির্বাচিত ডাকসু ভিপি পদে বিপুল ব্যবধানে সাদিক কায়েমের জয় কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ দূতাবাস ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থী ফল প্রত্যাখ্যান, জিএস প্রার্থী শিক্ষার্থীদের রায় মেনে নিলেন ডাকসু নির্বাচনে কয়েকটি হলের ফলাফল ঘোষণা

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই: আরও দুইজন গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই: আরও দুইজন গ্রেফতার ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।


নতুন করে গ্রেফতার হওয়া দুজন হলেন—দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা চিরেন পাড়া গ্রামের গোপাল সরকারের ছেলে সুজন সরকার এবং একই উপজেলার সুজালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে সাবুল ইসলাম শাকিল।


মামলার তদন্তকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সুজন ও শাকিলকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


এ সময় জেলা শহরের মুন্সিরহাট এলাকার ভুক্তভোগী কুতুব উদ্দিন থানায় উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সদর থানার ওসি সারোয়ারে আলম খান বলেন, এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে এবং দ্রুতই চার্জশিট আদালতে দাখিল করা হবে।


উল্লেখ্য, গত ২২ জুন ঠাকুরগাঁও শহরের শুক ব্রিজ এলাকায় ব্যবসায়ী কুতুব উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তিনি সদর থানায় মামলা দায়ের করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী ‘ফাউন্ডেশনাল ইলেকশন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী ‘ফাউন্ডেশনাল ইলেকশন: প্রধান উপদেষ্টা