ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই: আরও দুইজন গ্রেফতার

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।


নতুন করে গ্রেফতার হওয়া দুজন হলেন—দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা চিরেন পাড়া গ্রামের গোপাল সরকারের ছেলে সুজন সরকার এবং একই উপজেলার সুজালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে সাবুল ইসলাম শাকিল।


মামলার তদন্তকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সুজন ও শাকিলকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


এ সময় জেলা শহরের মুন্সিরহাট এলাকার ভুক্তভোগী কুতুব উদ্দিন থানায় উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সদর থানার ওসি সারোয়ারে আলম খান বলেন, এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে এবং দ্রুতই চার্জশিট আদালতে দাখিল করা হবে।


উল্লেখ্য, গত ২২ জুন ঠাকুরগাঁও শহরের শুক ব্রিজ এলাকায় ব্যবসায়ী কুতুব উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তিনি সদর থানায় মামলা দায়ের করেন।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]