ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ জানিয়েছে, আঙ্কারায় হামলা চালানোর পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে জটিল পরিস্থিতি তৈরি করতে পারত। বিশেষ করে ন্যাটো সদস্য রাষ্ট্র তুরস্ককে ক্ষুব্ধ করলে পশ্চিমা মিত্রদের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন তৈরি হতো। এ কারণেই বিকল্প হিসেবে কাতারে থাকা হামাস নেতাদের ওপর হামলার পথ বেছে নেয় ইসরায়েল।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েল-হামাস বিরোধ নতুন মাত্রা পেয়েছে। কাতারে হামাস নেতাদের লক্ষ্যবস্তু করার সিদ্ধান্তই এর সর্বশেষ প্রমাণ।