জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, সব আসামির বিচার শুরুর আবেদন জানানো হবে।
এর আগে, গত ২২ জুলাই ট্রাইব্যুনাল ২৪ জন আসামিকে পলাতক ঘোষণা করে। এদের মধ্যে রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনারসহ উচ্চপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা।
আজকের শুনানিতে ট্রাইব্যুনালে হাজির করা হবে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে। প্রসিকিউশন এরই মধ্যে গত ৩০ জুন আনুষ্ঠানিকভাবে মামলার অভিযোগপত্র দাখিল করে, যেটি ট্রাইব্যুনাল আমলে নেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলনরত ছাত্রদের প্রতি সংহতি জানাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি, যাকে ‘জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:০৭:২৬ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ