কক্সবাজারের মহেশখালী উপজেলার নয়াপাড়া এলাকা থেকে এক নারী ও তার চার বছর বয়সী শিশুপুত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে। রবিবার বিকেলে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পূর্বে তার আচরণে অস্বাভাবিকতার বিষয়টি পরিবার লক্ষ্য করেছিল।
নিহত নারী ডিভোর্সপ্রাপ্ত ছিলেন এবং বাবার বাড়ির কাছেই একটি ঘরে বসবাস করতেন। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় বলে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট