শুক্রবার (৯ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে বাড্ডা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তির নাম শাকিল হোসেন। তার বাবার নাম দিলীপ হোসেন এবং তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ভাঙারি দোকানে যায় এবং শাকিল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট