গোপালগঞ্জের কাশিয়ানীতে বুধবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোকলেছ মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ফুকরা ইউনিয়নের তারাইল নাজিরের মোড় এলাকায় ঘটেছে।
নিহত মোকলেছ মোল্লা একই এলাকার আবুল কালাম মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় মোকলেছ স্থানীয় যুবক সাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তারাইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নাজির কাজীর মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের আটকে দেয়। সাকিব পালাতে পারলেও মোকলেছকে ধরে রাখা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
ডেস্ক রিপোর্ট