হাসপাতালে ছেলেকে দেখতে আসার পথে বাসচাপায় প্রাণ গেল বাবার
- আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৩৮:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৩৮:২৫ অপরাহ্ন

রাজধানীর চকবাজারে বুয়েটের সামনে বকসী বাজার মোড়ে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহিরুল পাবনার ঈশ্বরদী উপজেলার বাবু পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে।
নিহতের বোন সিনথিয়া আক্তার জানান, আমার ভাইয়ের ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। গতকাল রাতের দিকে ছেলেকে ঢাকা মেডিকেলে দেখতে আসার পথে বুয়েট ও বকশীবাজারে মাঝামাঝি এলাকায় রাস্তা পারাপারের সময় দুই বাসের মধ্যে চাপায় গুরুতর আহত হন আমার ভাই জহিরুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ