মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে পরিচিত সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতার রাজনীতির বাইরে থেকে মানবিক দায়িত্ব পালনের লক্ষ্যেই তার এই নির্বাচনী যাত্রা।
শওকত হোসেনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে। দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালনের পর মানবিক সেবায় নিজেকে পুরোপুরি যুক্ত করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। এরপর থেকেই তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মানবিক উদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মানবিক পুলিশ’ নামে ব্যাপক পরিচিতি পান। বিভিন্ন সময় তার উদ্যোগে অসহায় মানুষের চিকিৎসা, সহায়তা তহবিল সংগ্রহ এবং জরুরি সামাজিক সহায়তার বিষয়গুলো জনদৃষ্টি আকর্ষণ করে।
রাজনীতিতে আসার পেছনে তার প্রধান লক্ষ্য হিসেবে শওকত হোসেন জানিয়েছেন, দেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। এর অংশ হিসেবে তিনি ইতোমধ্যে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি ‘বেওয়ারিশ ১২০ শয্যার সদর হাসপাতাল’ চালু করেছেন, যেখানে বেওয়ারিশ ও অসহায় মানুষ বিনা খরচে চিকিৎসাসেবা পাচ্ছেন।
শওকত হোসেন বলেন, তার রাজনীতি ক্ষমতা অর্জনের জন্য নয়; বরং মানবিক দায়িত্ব পালনের একটি কার্যকর মাধ্যম। বেওয়ারিশ ও অসহায় মানুষের জন্য উন্নত ও মর্যাদাপূর্ণ চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, মানবিক কর্মকাণ্ড, স্বচ্ছ ভাবমূর্তি এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে শওকত হোসেন নোয়াখালী-৫ আসনে একজন আলোচিত ও সম্ভাবনাময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
ডেস্ক রিপোর্ট