ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থ–সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২১ ডিসেম্বর) রাতে সিআইডি বিষয়টি নিশ্চিত করে জানায়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে এই সন্দেহজনক লেনদেনের তথ্য শনাক্ত করা হয়েছে। এরপর বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়।
সিআইডির ভাষ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই ছায়া তদন্ত শুরু করে সংস্থাটি। এ সময় ঘটনাস্থলে ক্রাইমসিন ইউনিট মোতায়েন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ব্যবহৃত গুলির খোসা উদ্ধার এবং উদ্ধার করা আলামতের ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়। এর ধারাবাহিকতায় মানি লন্ডারিং আইনে পৃথক অনুসন্ধান শুরু হয়।
গ্রেপ্তার অভিযানের সময় উদ্ধার হওয়া একাধিক ব্যাংকের চেকবইয়ের তথ্য বিশ্লেষণ করে সিআইডি জানায়, অভিযুক্ত ও তাঁর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ইস্যু করা বিভিন্ন চেকে উল্লেখিত অর্থের সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা। যদিও এসব চেকের সব লেনদেন সম্পন্ন হয়নি।
প্রাথমিক তদন্তে অভিযুক্ত ও তাঁর স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করছে সিআইডি।
এছাড়া অভিযুক্ত ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এসব অর্থের প্রকৃত উৎস শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
সিআইডি আরও জানায়, হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক জড়িত ছিল কি না— তা খতিয়ে দেখতে একাধিক তদন্ত দল কাজ করছে।
এদিকে ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনো গ্রেপ্তার হয়নি। তবে মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তাঁর পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডেস্ক রিপোর্ট