রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটিয়েছে কিছু দুর্বৃত্ত। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার সময় একদল মানুষ কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ে থাকা কয়েকজন আতঙ্কিত হয়ে দ্রুত বের হন।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। প্রথম ইউনিট ৭টা ৪৭ মিনিটে পৌঁছায় এবং ৪টি ইউনিট ৮টা ১৩ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারিত হয়নি।
ডেস্ক রিপোর্ট