নারায়ণগঞ্জ-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় মাসুদুজ্জামানের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং তাঁকে পুনরায় নির্বাচনী মাঠে ফেরার আহ্বান জানান। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন নেতাকর্মী আবেগপ্রবণ হয়ে পড়েন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, দলের ভেতরের অন্য মনোনয়ন প্রত্যাশীদের চাপ ও বিরূপ পরিস্থিতির কারণে মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা বলেন, এই সিদ্ধান্ত দলীয় কর্মীদের প্রত্যাশার পরিপন্থী এবং এতে নির্বাচনী মাঠে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কয়েকজন নেতা জানান, মাসুদুজ্জামান সিদ্ধান্ত পরিবর্তন না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। একই সঙ্গে কেউ কেউ তাঁর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচির কথাও উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, মাসুদুজ্জামান শুধু নিজের পরিবারের নন, বিএনপির নেতাকর্মীরাও তাঁর পরিবার। তিনি প্রার্থীকে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নির্বাচনী কার্যক্রমে ফেরার আহ্বান জানান।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, নেতাকর্মীরা কোনো ধরনের ভয় বা সংকোচ মেনে নেবে না এবং মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। একই সুরে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল জানান, প্রার্থীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেতাকর্মীরাই নেবেন এবং নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
এ ছাড়া সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানো হলে তা দল ও নারায়ণগঞ্জবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। তাঁরা আশ্বাস দেন, সব সংকটে দলীয় নেতাকর্মীরা মাসুদুজ্জামানের পাশে থাকবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া চলমান রয়েছে।
ডেস্ক রিপোর্ট