জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, তিনি নিয়মিতভাবে প্রাণনাশের হুমকির মুখে পড়ছেন। তবে এসব হুমকি সত্ত্বেও তিনি নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দেন এবং বলেন, সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁর পাশে দাঁড়াবেন বলে তিনি বিশ্বাস করেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় আধিপত্যবাদবিরোধী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি শেষে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, প্রতিদিন তাঁর কাছে হুমকি-ধমকি আসছে এবং তাঁকে হত্যার ভয় দেখানো হচ্ছে। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, জীবনের নিরাপত্তা আল্লাহর হাতে এবং দেবীদ্বারের নারীসহ সাধারণ মানুষ তাঁর সামনে ঢাল হয়ে দাঁড়াবে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও তাঁর নিরাপত্তায় ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির এই নেতা বলেন, একটি পক্ষ ক্ষমতার বাইরে থাকতেই ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে। তাঁর দাবি, ক্ষমতায় গেলে ওই পক্ষ আরও বেপরোয়া হয়ে উঠবে। তিনি বলেন, ক্ষমতায় না থাকলে বিনয়ী থাকার ভান করা হলেও ক্ষমতা পেলে তাদের প্রকৃত আচরণ প্রকাশ পায়।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আসন্ন নির্বাচন হবে টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মামলাবাজির বিরুদ্ধে জনতার রায় দেওয়ার নির্বাচন। তিনি স্পষ্ট করেন, এসব গোষ্ঠীর ওপর নির্ভর করে তিনি রাজনীতি বা নির্বাচন করতে চান না। গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রসঙ্গ তুলে তিনি জানান, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং অবৈধ অর্থের হিসাব আদায় করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তাঁর রাজনীতি কেবল ভোটের ফলের ওপর নির্ভরশীল নয়; বরং জনগণের সমর্থনই মূল শক্তি। চাঁদাবাজ ও অবৈধ ব্যবসায় জড়িত কিছু গোষ্ঠী তাঁর বিরোধিতা করছে বলে দাবি করে তিনি বলেন, এসব কার্যক্রম বন্ধের ঘোষণার কারণেই তারা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে আধিপত্যবাদবিরোধী গণসংযোগ ও প্রচারণা চালান।
ডেস্ক রিপোর্ট