নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বড় ভাই নূর ছালামকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মোট আটটি মামলার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে নূর ছালামকে আটক করা হয়। তিনি ২০২৪ সালের ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত কিশোর ছায়েদুল হত্যামামলার এজাহারভুক্ত আসামি; এ মামলা করেন নিহতের বোন রেহেনা বেগম।
নূর ছালাম একই সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা এবং স্থানীয়ভাবে নূর হোসেন পরিবারের প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতার প্রভাবে ভূমি দখলসহ নানা অনিয়মের মাধ্যমে এক ধরনের ‘ভূমিদস্যুতার রাজত্ব’ কায়েম করেছিলেন, যার বেশ কিছু অভিযোগই এখনকার একাধিক মামলায় প্রতিফলিত হয়েছে।
স্টাফ রিপোর্টার