রাজধানীর উত্তরা দক্ষিণখান এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে মো. শাজাহান নামে এক ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের তালতলা নন্দপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে শাজাহানের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববর্তী ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত শাজাহান উত্তরা আশকোনা এলাকার বাসিন্দা এবং হাফিজ উদ্দীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিস সংযোগ ও ইন্টারনেট সেবার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক বিরোধসহ সম্ভাব্য সব দিক সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এখনো হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডেস্ক রিপোর্ট